এমএম আব্দুল্লাহ আল মামুন, মুন্সীগঞ্জ: ‘সাতক্ষীরার আকর্ষণ সড়কপথে সুন্দরবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুন্দরবনকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করতে জেলা প্রশাসন সুন্দরবনের কোল ঘেঁষে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের কলবাড়ীতে ২০১৫ সালে গড়ে তোলে আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টার। নির্মাণের কিছুদিনের মধ্যেই দর্শনার্থীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে ট্যুরিজম সেন্টারটি। সুুন্দরবনকে কাছ থেকে উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকরা আসতে শুরু করেন এখানে।
দর্শনার্থীদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে জেলা পরিষদের উদ্যোগে রয়েল বেঙ্গল ওয়াচ টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয়। এই ওয়াচ টাওয়ারে দাড়িয়ে দেখা যাবে সুন্দরবনের বিভিন্ন অংশ। কিন্তু তিন বছরেও সেই ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়নি। এতে ধীরে ধীরে লোনা পানির হাওয়ায় নষ্ট হতে বসেছে টাওয়ারটি। কি কারণে বন্ধ আছে টাওয়ারের নির্মাণ কাজ এ নিয়ে প্রশ্ন জেগেছে সাধারণ মানুষের মনে।
দর্শনার্থীরা বলেন, পার্কটি অনেক সুন্দর। অবসর সময়ে এখানে সুন্দরবনকে সরাসরি উপভোগ করতে চলে আসি। ওয়াচ টাওয়ারের কাজটি শেষ হলে সুন্দরবনকে দেখতে আরো ভাল লাগবে।
আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারের দায়িত্বে থাকা কর্মকর্তারা বলেন, পার্কের শুরুতেই ওয়াচ টাওয়ার নির্মাণ কাজ শুরু হলেও এখনও তা শেষ হয়নি। কি কারণে হচ্ছে না আমরা জানি না। এটা জেলা পরিষদের কাজ, তাই তারা ভাল বলতে পারবে।
সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান (২) ডালিম কুমার ঘোরামি বলেন, ২৫ লক্ষ টাকা বাজেট থাকলেও তিন বছরে ১০ লক্ষ টাকার কাজ দৃশ্যমান হয়েছে। ১৮-১৯ অর্থবছরের বাকী কাজটুকু সম্পন্ন করা হবে।
তিন বছরেও শেষ হয়নি আকাশলীনার নির্মাণাধীন ওয়াচ টাওয়ারের কাজ!
https://www.facebook.com/dailysuprovatsatkhira/