Site icon suprovatsatkhira.com

তালায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ

তালা প্রতিনিধি: তালার তেঁতুলিয়ায় মো. রাকিবুল হাসান রাকিব (১৫) নামে এক মাদ্রাসার ছাত্র দু’দিন ধরে নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) লাউতাড়া বাজার থেকে নিখোঁজ হয় সে। এ ঘটনায় তালা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং-৫৫৬।
নিখোঁজ মো. রাকিবুল হাসান রাকিব উপজেলার তেঁতুলিয়ার লাউতাড়া গ্রামের মো. বজলুর রহমান খাঁ ছেলে এবং কেশবপুরের মিফতাহুল উলুম মাদ্রসার হেফজখানার ছাত্র।
রাকিবের পিতা বজলুর রহমান খান জানান, গত ১৩ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকালে মাদ্রাসা থেকে লাউতাড়া গ্রামের বাড়িতে আসে রাকিব। ওইদিন বিকালে লাউতাড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তার গায়ের রং ফর্সা, মুখোম-ল গোলাকার, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। গায়ে গোলাপী রং এর পাঞ্জাবী এবং পরনে সাদা পায়জামা ছিল। তার বাম কানে ও নাকে কাটার চিহ্ন রয়েছে। রাকিব এর সন্ধান পেলে ০১৭২৫-৮১৪৫৭৭ নং মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, নিখোঁজ রাকিবের বাবা থানায় সাধারণ ডায়েরি করেছে। আমরা বিভিন্ন থানায় ম্যাসেস দিয়ে বিষয়টি অবহিত করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version