বি. এম. জুলফিকার রায়হান, তালা: তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তালা সরকারি কলেজ মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী রাসেল, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. এনামুল ইসলাম, শালিখা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, আওয়ামী লীগ নেতা প্রণব ঘোষ বাবলু ও জনতা ব্যাংক তালা শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান।
এসময় জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন’র পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, মাগুরা ইউপি চেয়ারম্যান গনেশ দেবনাথ, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার রফিকুল ইসলাম, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়েদুল হক হাওলাদার, ক্রীড়া সংগঠক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতা কাজী আফরা, মীর হারুন-অর-রশিদ পুকার, সৈয়দ জুনায়েত আকবর, কাজী মারুফ, আব্দুল জব্বার, সরদার মশিয়ার রহমান, সাংবাদিক জুলফিকার রায়হান প্রমুখ।
মাগুরা ইউনিয়ন ও তেঁতুলিয়া ইউনিয়নের মধ্যকার উদ্বোধনী খেলা গোল শূন্য ড্র হলে ট্রাইব্রেকারে তেঁতুলিয়া ইউনিয়ন বিজয়ী হয়।
তালায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/