ডেস্ক রিপোর্ট: তালায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭২তম জন্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় উপজেলা যুবলীগের কার্যালয়ে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লাহ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করার প্রত্যয় ব্যক্ত করেন।