Site icon suprovatsatkhira.com

তালায় পানি কমিটির সভা

তালা প্রতিনিধি: তালায় পানি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে এ সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা পানি কমিটির সভাপতি এম ময়নুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী অখিল কুমার বিশ^াস। স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। এসময় অরো উপস্থিত ছিলেন, পানি কমিটির সদস্য অধ্যক্ষ এনামুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যাপক সরদার রফিকুল ইসলাম, অধ্যাপক অচিন্ত্য সাহা, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক নন্দী দীপংকর, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, শালতা বাঁচাও কমিটির সভাপতি সরদার ইমান আলী, সাধারণ সম্পাদক বিষ্ণু পদ মন্ডল, গাজী শহিদুল ইসলাম, আব্দুল হামিদ চৌধুরী, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শেখ ইয়াকুব আলী, মাগুরখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান অরুপ রতন মন্ডল, মঞ্জুয়ারা খালেক, আশরাফুন্নাহার আশা, তালা সদরের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সব্যসাচী সজুমদার বাপ্পী, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা, নাজমা আক্তার, ফারুক হোসেন প্রমুখ।
সভায় অত্র এলাকার নদীগুলো রক্ষা করতে বর্তমান সরকার অনুমোদিত ডেল্টা প্লান অনুযায়ী টিআরএমকে যুক্ত করে দ্রুত প্রকল্প গ্রহণ এবং তা বাস্তবায়নে গুরুত্বারোপ করা হয়। সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিভিন্ন নদ-নদীর বর্তমান পরিস্থিতি উপস্থাপন করেন উত্তরণের প্রকল্প কর্মকর্তা জাহিন শামস সাক্ষর।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version