তালা প্রতিনিধি: তালায় হৃদরোগের আক্রান্ত হয়ে সাধন সাধু (৬০) নামে এক ইলেকট্রিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টা ৩০মিনিটের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা ৩০মিনিটের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি তালা বাজারের রুপালী ইলেকট্রনিক্সের সত্ত্বাধিকারী। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।