Site icon suprovatsatkhira.com

তালায় ইঞ্জিনভ্যান চালক সমিতির নির্বাচন : আলিম সভাপতি, আমীর আলী সম্পাদক

তালা প্রতিনিধি: তালা-পাটকেলঘাটা সড়কে চলাচলরত ইঞ্জিনভ্যান চালক সমিতির ৪র্থ বার্ষিক নির্বাচনে আলিম সভাপতি, আমীর আলী সেক্রেটারি নির্বাচিত হয়েছে। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত তালার গোপালপুর আম বাগানের ইকো পার্কে নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ইঞ্জিনভ্যান চালক ও ইসলামকাটি ইউনিয়ন শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে শহর আলী ১৭৫ ভোট পেয়ে, সাধারণ সম্পাদক পদে ১৮৭ ভোট পেয়ে মো. আমীর আলী শেখ ও কোষাধ্যক্ষ পদে বিল্লাল হোসেন খান ১৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচন উপলক্ষ্যে চার শতাধিক শ্রমিকের অংশগ্রহণে সকাল থেকে গোপালপুর আমবাগান ইকোপার্কে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। এছাড়া, প্রার্থীদের পোস্টার, ব্যানার এবং নির্বাচনের পরিবেশ ছিল চোখে পড়ার মতো।
ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক সুভাষ চন্দ্র সেনের তত্ত্বাবধানে নির্বাচন চলাকালে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সঞ্জয় কুমার দে, ইউপি সদস্য এজাহার আলী, রফিকুল ইসলাম, আল আমীন, শ্রমিকলীগ নেতা গাজী মিনাজ. শফিউর রহমান ডানলাম, যুবলীগ নেতা আলমগীর হোসেন ও দেবেনসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, পুলিশ ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version