তালা প্রতিনিধি: তালার কানাইদিয়া গ্রামের রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের একাধিক গাছ অবৈধভাবে কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।
একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ে মৃনাল কান্তি দাশ প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে নানা অনিয়ম এবং দুর্নীতি করে যাচ্ছেন। সম্প্রতি তিনি বিদ্যালয়ের একাধিক আম এবং মেহগনি গাছ কেটে তা বিক্রি করে দিয়েছেন। গাছগুলো কাটার জন্য সরকারি নিয়মনীতি থাকলেও তিনি তা উপেক্ষা করে অবৈধভাবে গাছগুলো কেটে বিক্রি করেছেন। আর গাছ বিক্রির প্রায় ৩০ হাজার টাকার কোন হদিস নেই বলেও জানা হয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের প্রদান শিক্ষক মৃনাল কান্তি দাশ গাছ কাটার কথা স্বীকার করে বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অনুমতিক্রমে বিদ্যালয়ের স্বার্থে গাছগুলো কাটা হয়েছে।
এ ব্যাপারে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আতিয়ার রহমান জানান, বেসরকারি বিদ্যালয়ের গাছ কাটার ক্ষেত্রে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন নিতে হবে। রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে কমিটির অনুমোদন না থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
তালার রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের গাছ অবৈধভাবে কাটার অভিযোগ
https://www.facebook.com/dailysuprovatsatkhira/