বি.এম. জুলফিকার রায়হান, তালা: তালার মধ্য আটারই ঋষিপাড়ায় অবস্থিত বাংলাদেশ ফ্রি ব্যাপ্টিস্ট চার্চ মিশন এর ব্যবহৃত একমাত্র রাস্তা বন্ধ করে দেবার চেষ্টাকে কেন্দ্র এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। স্থানীয় রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দ রাস্তা বন্ধ করার চেষ্টা করার এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ওই রাস্তা দিয়ে মিশনের প্রায় ২শ’ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় খ্রিষ্টান ও হিন্দু ধর্মালম্বী শতাধিক পরিবার যাতায়াত করে। রাস্তাটি বন্ধ করে দেওয়ার চেষ্টায় খ্রিষ্টান সম্প্রদায়ের সাথে অবরুদ্ধ হওয়ার আশংকায় থাকা হিন্দু সম্প্রদায়ের পরিবারগুলোর মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এরিপোর্ট লেখাকালীন রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতৃবৃন্দদের হামলায় নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি আহত হয়েছে। হামলার পর আহতদের বাড়িতে অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
উপজেলার মধ্য আটারই বাংলাদেশ ফ্রি ব্যাপ্টিস্ট চার্চ মিশন’র পালক প্রদ্যুৎ সরকার, প্রধান শিক্ষক দিপন সরকার, সমাজ কর্মী সোমা সরকার, ছাত্রী সুমী সরকার ও স্থানীয় বাসিন্দা সাধন সরকার জানান, মধ্য আটারই ঋষিপাড়া রাধা গোবিন্দ মন্দির এর উত্তর-পশ্চিম কর্নারে বাংলাদেশ ফ্রি ব্যাপ্টিস্ট চার্চ মিশন অবস্থিত। এখানে সকালের প্রাথমিক সেশনে ১১৭জন শিক্ষার্থী এবং বিকালের সেশনে ৫১জন ছাত্রী লেখাপড়া করে। এই মিশনে যাতায়াতের একমাত্র পথটি স্থানীয় অসীম দাশের নেতৃত্বে রাধা গোবিন্দ মন্দির কমিটির নেতা সুনীল দাশ, নিতাই দাশ, ষষ্টি দাশ, গৌতম দাশ, অনীল দাশ ও চৈতন্য দাশ গং বন্ধ করে দেবার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালাচ্ছে। বিষয়টি তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনকে ইতোপূর্বে অবহিত করা হয়। কিন্তু তাতেও কোনও সমস্যার সমাধান হয়নি।
স্থানীয় হিন্দু ধর্মালম্বী গুরু দাশ জানান, রাধা গোবিন্দ মন্দিরের দক্ষিণ ও উত্তর-পশ্চিমাংশে শতাধিক খ্রিষ্টান ও হিন্দু পরিবারের বসবাস। এই এলাকার ২ শতাধিক মানুষের ব্যবহারের শতাধিক বছরের পুরানো একমাত্র রাস্তাটি এবার স্থানীয় ইউপি সদস্য ওঁকেল খাঁ, রেহেনা বেগম ও আওয়ামী লীগ নেতা মোহাম্মাদ আলীর সহযোগিতায় মিশনের ছাত্রীরা সংস্কার করে। এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করে। কিন্তু রাধা গোবিন্দ মন্দির কমিটির লোকেরা মিশনটি বন্ধ করে দেয়ার জন্য পরিকল্পিতভাবে রাস্তাটি দখল করে নেবার চেষ্টা করছে। এমনকি বৃহস্পতিবার সকাল থেকে মন্দির কমিটির পক্ষ থেকে মিশনে যাবার রাস্তা দখল করে সেখানে টিউবওয়েল বসানোর জন্য গর্ত খোড়া শুরু করে। এসময় বাধা দিতে আসলে মন্দির কমিটির লোকেরা নানান হুমকি প্রদান করে। তিনি আরো বলেন, ওই রাস্তাটি বন্ধ করা হলে স্তায়ীভাবে বসবাসকারী শতাধিক পরিবার সহ মিশন এর কার্যক্রম অবরুদ্ধ হয়ে পড়বে।
এদিকে, রাস্তা দখল করে টিউবওয়েল বসানোকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিনভর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করে। একপর্যায়ে সন্ধ্যায় মন্দির কমিটির নেতা নিতাই দাশ, গোলক দাশ, আকাশ দাশ, গীতা রানী দাশ গংদের হামলায় মনোরঞ্জন সরকারের ছেলে দানিয়েল সরকার (৩৩), শ্রীপদ দাশের স্ত্রী মমতা রানী দাশ (৪৫) ও ছেলে সুজীত দাশ (১৮), দীপন সরকারের স্ত্রী সম্পা সরকার (২২) এবং আনন্দ দাশের স্ত্রী ফুলমতী দাশ (৩৫) ও ছেলে পার্থ দাশ (১৬) আহত হয়। এদের মধ্যে সম্পা, মমতা ও দানিয়েল এর অবস্থা গুরুতর। আহতরা যাতে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে না পারে সেজন্য তাদের অবরুদ্ধ করে রাখা হয় বলে অভিযোগ উঠেছে।
এ ব্যাপারে তালা থানাও ওসি মো. মেহেদী রাসেল বলেন, ঘটনার সংবাদ পেয়ে তৎক্ষনাত সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় তালা থানায় মামলা দায়ের’র প্রস্তুতি চলছে।
তালার মধ্য আটারই ঋষিপাড়ায় রাস্তা দখলকে কেন্দ্র করে হামলায় আহত ৬
https://www.facebook.com/dailysuprovatsatkhira/