Site icon suprovatsatkhira.com

তালার জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ে ভবন সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন

ডেস্ক রিপোর্ট: তালার জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা ভীত বিশিষ্ট বিদ্যমান একতলা একাডেমিক ভবনের ঊর্ধ্বমূখী সম্প্রসারণ কাজের ফলক উন্মোচন করা হয়েছে।
শনিবার (২৯সেপ্টেম্বর) সকাল ৯টায় স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্প্রসারিত কাজের ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।
অনুষ্ঠানে জেএনএ পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জালালউদ্দিন জোয়ার্দ্দারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক রুপা রানী ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হেসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলাউদ্দিন জোয়ার্দ্দার, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ আব্দুর রহমান, শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শক্তি পদ কর, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার, বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী গাজী, ইউপি সদস্য মোহাম্মদ আলী নিকারী প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version