প্রতাপ চট্টোপাধ্যায়, জালালপুর (তালা): তালার জালালপুরে বিনামূল্যে পাঁচশ ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে ইউপি সচিব রুবায়েৎ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম, মফিদুল হক লিটু। এসময় অরো উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো. আতিয়ার রহমান, আনারুল ইসলাম, কালিদাশ অধিকারী, শেখ আব্দুর রশিদ, শেখ মস্তোফা আলী, পলাশ কুমার ঘোষ, আশরাফুল আলম, শেখ আশরাফুল আলম, শেখ আব্দুর রাজ্জাক, পারুল বিবি, সোনালী চৌধুরী, আবেদা বেগম প্রমুখ।
8,943,342 total views, 21,130 views today