জালালপুর প্রতিনিধি: তালার জালালপুরের শাঁখারিপাড়ায় দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩১ আগস্ট) রাতে শাঁখারিপাড়ার গোবিন্দ সেন ও কার্তিক সেনের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে।
গোবিন্দ সেন জানান, তার বাড়িতে শুক্রবার রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটে। এতে নগদ ২৫ হাজার টাকা, মোবাইল ফোন ও এক ভরি স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল চোরেরা চুরি করে নিয়ে যায়।
কার্তিক সেন জানান, শুক্রবার রাত ৩টার দিকে চোরেরা তার বসত ঘরে ঢুকে আট আনা ওজনের কানের দুল, আট আনা ওজনের আংটি, পাঁচ ভরি ওজনের রৌপ্যের নূপুর ও নগদ চারহাজার টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
জালালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য পলাশ ঘোষ জানান, চুরির বিষয়টি আমরা শুনেছি। আমরা এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের চেষ্টা করছি।