Site icon suprovatsatkhira.com

তালার জাতপুর বিএম কলেজের নৈশপ্রহরীর বিরুদ্ধে লকার ভেঙে টাকা লোপাটের অভিযোগ!

ডেস্ক রিপোর্ট: তালার জাতপুর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নৈশপ্রহরী কাম এমএলএসএস সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কলেজের শিক্ষক মিলনায়তনের লকার ভেঙ্গে কাগজপত্র ও টাকা লোপাটের অভিযোগ উঠেছে।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে কলেজে এসে শিক্ষকরা বিষয়টি জানতে পারে। এ বিষয়ে তালা থানায় অভিযোগ করা হয়েছে।
কলেজের শিক্ষক জিএম ফৈজুর রহমান জানান, গত রবিবার (১৬ সেপ্টেম্বর) ব্যাংক হতে ৩০ হাজার টাকা উত্তোলন করে শিক্ষক মিলনায়তনের লকারে রাখা হয়। শনিবার (২৯ সেপ্টেম্বর) কলেজ ছুটির আগেও লকারে টাকা ও কাগজপত্র ছিল। রবিবার সকালে অফিসে এসে শিক্ষকরা দেখে লকারটি ভাঙ্গা এবং লকারে রক্ষিত নগদ ৩০ হাজার টাকা ও কলেজের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করা। উক্ত কাগজপত্রের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও বঙ্গবন্ধু সংক্রান্ত গবেষণাপত্রও ছিল। কলেজের নৈশপ্রহরী কাম এমএলএসএস সিদ্দিকুর রহমান কিছু ব্যক্তির ইন্ধনে নিজেই এটা করেছেন বলে তাদের ধারণা।
এ বিষয়ে কলেজের নৈশপ্রহরী সিদ্দিকুর রহমান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী রাসেল অভিযোগপত্রটি পাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version