Site icon suprovatsatkhira.com

তালার খড়িয়াডাঙ্গায় অনৈতিক সম্পর্কে কান গেলো শিক্ষকের

তালা প্রতিনিধি: তালার খড়িয়াডাঙ্গা গ্রামে এক বিধবা মহিলার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করায় স্থানীয় ৫২নং খড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক রায়’র কান কেটে নিয়েছে ওই বিধবার ছেলে। দুই কন্যা সন্তানের জনক ওই স্কুল শিক্ষকের কান কেটে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সাতক্ষীরা সদরের খড়িয়াডাঙ্গা গ্রামের মৃত কৃষ্ণপদ রায়ের ছেলে দিপক রায় তালা ও সাতক্ষীরার একাধিক নারীর সাথে অনৈতিক সম্পর্ক জড়িয়ে পড়েন। তাছাড়া এলাকার অনেক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। গত সোমবার রাতে দীপক রায় ওই বিধবা মহিলার সাথে অনৈতিক সম্পর্কে লিপ্ত হলে মহিলার কলেজ শিক্ষক ছেলে বিষয়টি জানতে পেরে ঘরের মধ্যে তাদের আটকিয়ে রাখেন। এ সময় কৌশলে দীপক রায় পালিয়ে যাবার চেষ্টা করলে ওই কলেজ শিক্ষক তাকে ধাওয়া করে ধরে ফেলেন এবং ধারালো অস্ত্র দিয়ে বাম কান কেটে নেন। এসময় দীপক মাস্টারের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষক দিপক রায় জানান, সোমবার রাতে আমার নিজের ঘেরের পরিবর্তে অন্য একটি ঘেরে ভুল করে মাছ ধরার সময় পূর্ব শত্রুতার জের ধরে এলাকার নির্মল মন্ডলের ছেলে আদিত্য মন্ডল এই কাজ করেছে। বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করা হচ্ছে।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, এধরনের একটি খবর পেয়েছি। তবে কেউ কোন অভিযোগ করেনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version