Site icon suprovatsatkhira.com

ডুমুরিয়ায় বারোয়ানী বাজার সংলগ্ন নদীর কালভার্টের দু’পাশে ধ্বস, সংস্কারের দাবি

মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া: ডুমুরিয়া-শরাফপুর থেকে উপজেলা সদরের বাজারে প্রবেশের রাস্তায় স্থাপিত কালভার্টটির দু’ধারের মাটি ধ্বসে চলাচলে ঝুঁকিসহ একাধিক ভবন হুমকির মুখে পড়েছে। এ ঘটনার দুই সপ্তাহ অতিবাহিত হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার প্রাণ কেন্দ্র ডুমুরিয়া বাজারের মধ্যভাগ দিয়ে এগিয়ে গেছে ডুমুরিয়া-শরাফপুর সড়ক। ব্যস্ততম এ সড়কের বারোয়ানী বাজার নামক স্থানে সালতা নদীর উপর নির্মিত কালভার্ট দিয়ে ছোট-খাট যানবাহন ও কয়েক হাজার মানুষ চলাচল করে। সম্প্রতি মরা শালতা নদী খননের পর জোয়ার ভাটার প্রবল¯্রােতে কালভার্টটির উভয় পাশে ভাঙন শুরু হয়। এখন চলাচলের রাস্তাসহ পার্শ্ববর্তী একাধিক ভবন ধ্বসের হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ঝুঁকির মধ্য দিয়ে চলছে পথচারি ও যানবাহন। রাস্তাটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ না করলে কালভার্টটি ভেঙ্গে যেতে পারে বলে আশংকা করছে স্থানীয়রা।
বাজার কমিটির সভাপতি ডা. গৌর কিশোর রায় বলেন, জোয়ারের পানির চাপে কালভার্টটির দু’পাশে ভাঙন দেখা দিলে আমরা নিজেদের উদ্যোগে সংস্কারের চেষ্টা করি। কিন্তু দিনে দিনে এর অবস্থা এত ভয়াবহ আকার ধারণ করছে যে স্থায়ীভাবে সংস্কার না করলে সড়ক ও পার্শ্ববর্তী ভবনের ক্ষতি হতে পারে।
উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুরের জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের উপর নির্মিত কালভার্টের দু’পাশে ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শাহনাজ বেগম জানান, ভাঙনের খবর শুনে উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং সংস্কারে খুব দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version