ব্রহ্মরাজপুর প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের ঐতিহ্যবাহী ডিবি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ই সেপ্টেম্বর) সন্ধ্যায় ফ্রেন্ডস ক্লাব মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে সর্ব সম্মতিক্রমে নুর ইসলাম গাজীকে আহ্বায়ক ও লোকমান সরদারকে সদস্য সচিব এবং শেখ আব্দুল আহাদ, শেখ সামছুর রহমান ও ডা. জিয়াউর রহমানকে সদস্য নির্বাচিত করা হয়েছে।
আহ্বায়ক কমিটি গঠনকালে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউপি চেয়ারম্যান এসএম শহিদুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, স্বপন কুমার সাহা, রেজাউল করিম মঙ্গল, আইনুল ইসলাম নান্টা, এমাদুল ইসলাম দুলু, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান (বাবু সানা), খুরশীদ আলম, নারায়ন ঘোষ, তনুপ সাহা, মৃত্যুঞ্জয় আঢ্য, শংকর সাহা, সুবীর সাহা, মুকুল সরদার, আমিনুর রহমান বাবু, ভৈরব দাস, মো. আব্দুর রহিম বাবু প্রমুখ।