Site icon suprovatsatkhira.com

ডিবি ইউনাইটেড হাইস্কুলে কুইজ প্রতিযোগিতা

সদর উপজেলার ডিবি ইউনাইটেড হাইস্কুলে ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) স্কুল প্রাঙ্গণে ৯ম ও ১০ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শিশু অধিকার প্রতিষ্ঠায় এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। উপস্থিত ছিলেন সহকারি শিক্ষক মো. ফয়জূল হক, রেহেনা খাতুন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. মনিরুজ্জামান টিটু, ইয়ুথ ভলান্টিয়ার সালমা আক্তার ও সামছুদ্দীন কাজল, জেলা এডোলসেন্ট ও ইয়ুথ ক্লাবের সদস্য মো. মাসুদ রানা, মো. রাইসুল ইসলাম, রুবিনা সুলতানা, মুজাহিদ হোসেন ও ইউনিয়ন ইয়ুথ সদস্যবৃন্দ।
প্রতিযোগিতায় ৭৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কুইজে শিশু অধিকার, শিশু নির্যাতন, বাল্যবিবাহ, জরুরী সেবা, জাতীয় ও আন্তর্জাতিক দিবস, স্থানীয় সরকার, মুক্তিযোদ্ধা, ভাষা আন্দোলন ও খেলাধূলা বিষয়ে ৫০টি প্রশ্ন ছিল। প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছে মো. মোশারাফ আলী, ২য় স্থান অধিকার করেছে মো. মাসুদ রানা ও ৩য় স্থান অধিকার করেছে জান্নাতুল ফেরদাউস। (প্রেস বিজ্ঞপ্তি)

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version