Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গায় মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান হয়েছে।
রবিবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ঝাউডাঙ্গা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাউডাঙ্গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মতিয়ার রহমানের সভাপতিত্বে ও যুবলীগ নেতা জাহিদ হোসেনের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর মাহবুর আহম্মদ (বীর বিক্রম)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দুলাল চন্দ্র গাইন ও সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সািচব লায়লা পারভিন সেজুতি।
আরও বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম শওকত হোসেন, সাধারণ সম্পাদক শেখ শাহজাহান আলী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আ’লীগের সভাপতি রমজান আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক অমরেন্দ্রনাথ ঘোষ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, মুক্তিযোদ্ধা ডা. আবুল হোসেন, মুক্তিযোদ্ধা সহিল উদ্দীন, যুবলীগ নেতা সোহবার হোসেন সাজু, অধ্যাপক হাসান মাহমুদ রানা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা দেলোয়ার হোসেন, মো.আব্দুল মোমেন প্রমুখ।
স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ এবং দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। ১৯৭১ সালে এদেশের লাখো যুবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে স্বাধীনতা উপহার দিয়েছেন। স্বাধীনতা অর্জন যেমন কঠিন, তার থেকে বেশি কঠিন তা রক্ষা করা। তাই সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version