সেপ্টেম্বর ১, ২০১৮
ঝাউডাঙ্গায় দিনদুপুরে পিস্তল উঁচিয়ে ১২টি পরিবারকে উচ্ছেদ করেছে গুণ্ডারা
![]() ডেস্ক রিপোর্ট: টানা ৬০ বছর ধরে বসবাস করা ঘরবাড়ি থেকে পিস্তল দেখিয়ে ১২টি পরিবারকে উচ্ছেদ করে দিয়েছে একদল ভাড়াটে গুণ্ডা। ভয়ভীতি দেখিয়ে তাদের বাড়ি ঘরে তালা ঝুলিয়েছে তারা। পুকুরের মাছ ধরে নিয়ে গেছে। গাছ গাছালি কেটে ফল লুট করেছে। আর বলেছে, ‘কথা বললে ইয়াবার মামলা দেবো। দশটি করে মামলা দেবো যাতে সারা জনম ধরে জেলের ভাত খেতে হয়’। এ সময় নারীদের অপমানজনক ভাষায় গালাগালও করেছে তারা। 6,559,446 total views, 1,468 views today |
|
|
|