ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ সেক্টেম্বর) বিকাল ৩টায় জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে পদাধিকারবলে নির্বাচিত হন সাতক্ষীরা পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমান।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি মাহবুবুর রহমান, মো. রিয়াজুল হক, সাধারণ সম্পাদক মো. তৈয়ব হাসান, কোষাধ্যক্ষ শেখ মনিরুজ্জামান, দপ্তর সম্পাদক এস.এম. ওয়াসি উদ্দীন খান (পিপুল), সদস্য আবুল কাশেম (বাবর আলী), আবু অহিদ (বাবলু), ফারুক হোসেন (স্বপন), শেখ ইকবাল আলম (বাবলু), মো. রফিক-উল-ইসলাম খান, সুকুর দাস বাচ্চু, শেখ তৈয়েবুর রহমান বাবলু, মো. জাহিদ হাসান।
নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে খন্দকার আরিফ হাসান প্রিন্স ৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইকবাল কবির খান বাপ্পি ৩৭ ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুল মোমেন খান চৌধুরী সান্টু। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১০৮ জন। এর মধ্যে ৯১ জন ভোট দেন। উল্লেখ্য, এর আগে সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে পুলিশ সুপার মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/