সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে নাগরিক কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটির আহবায়ক মো. আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য সচিব আবুল কালাম আজাদ, সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবদুল বারী, অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল, আনোয়ার জাহিদ তপন, অধ্যক্ষ মোবাশ্বেরুল হক জ্যোতি, এনজিও কর্মী মাধব চন্দ্র দত্ত, অপারেশ পাল, নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব আলিনূর খান বাবুল, নিত্যান্দ সরকার, গাজী শাহাজান সিরাজ, মো. রফিকুল ইসলাম প্রমুখ।
সভায় আগামী ২৪ সেপ্টেম্বর প্রয়াত অ্যাডভোকেট আবদুর রহিমের স্মরণসভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সম্প্রতি সাতক্ষীরা জেলা শহরে চলাচলরত রিকশা-ভ্যান শ্রমিকদের চলাচলে বাধা সৃষ্টি এবং সাধারণ মানুষের নির্বিঘেœ যাতায়াতে বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং জেলার সর্বস্তরের নাগরিকদের উপর যেন কোন প্রকার নির্যাতন, অত্যাচার না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। (প্রেস বিজ্ঞপ্তি)
জেলা নাগরিক কমিটির সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/