ডেস্ক রিপোর্ট: আগস্ট’১৮ মাসে টানা দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার সাজ্জাদুর রহমান আনুষ্ঠানিকভাবে তার হাতে সেরা অফিসার ইনচার্জের সম্মাননা তুলে দেন। একই সময়ে জেলার শ্রেষ্ঠ চৌকশ এসআই হিসাবে একই থানার মনির হোসেন ও শ্রেষ্ঠ চৌকশ এএসআই হিসাবে আব্দুল কুদ্দুস হাওলাদারকেও সম্মাননা দেওয়া হয়েছে।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজী মহিউদ্দনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।