ডেস্ক রিপোর্ট: জেলায় র্যালি, আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, জাগরণী প্রার্থনা, রক্তদান কর্মসূচি ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-
কলারোয়ায় জন্মাষ্টমী পালিত
কলারোয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে পালিত হলো শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্ম বার্ষিকী।
রোববার (২ সেপ্টেম্বর) দিনব্যাপী পূজা উদযাপন পরিষদ, কলারোয়া উপজেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উপসানালয়ে কৃষ্ণপূজা, নামকীর্তন, ভজনকীর্তন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাংসদ অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরাফাত হোসেন, কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মারুফ আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মনোরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক সিদ্ধরশ্বর বাবু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, মনোরঞ্জন, দিপক, অমল বাবু।
এর আগে জন্মাষ্টমী উপলক্ষ্যে
এছাড়া জন্মাষ্টমী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ত হলো- সাংস্কৃতিক পরিবেশনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, জাগরণী প্রার্থনা, রক্তদান কর্মসূচি ও প্রসাদ বিতরণ।
পাটকেলঘাটায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালিত
পাটকেলঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের ৫৩৪৪তম জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় পাটকেলঘাটা তীর্থক্ষেত্র কার্যনির্বাহী পরিষদের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কালিবাড়ি চত্বর হতে শুরু থানা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা-পাটকেলঘাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার অপু সরোয়ার, সহকারি কমিশনার (ভুমি) অনিমেষ বিশ্বাস, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, লোকনাথ নাসিংহোম পরিচালক পুলক পাল, পাটকেলঘাটা তীর্থক্ষেত্র কার্যনির্বাহী পরিষদের সভাপতি চিত্ত মজুমদার, সাধারণ সম্পাদক গোবিন্দ সাধু, রবীন্দ্রনাথ দাস, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, শেখ আব্দুল হাই, অধ্যাপক বীরেন্দ্রনাথ মাহাতা, নারায়ন চন্দ্র সাধু, নারায়ন মজুমদার, পরিতোষ দাস, বিধান কাশ্যপী, কুমার ইন্দ্রজিৎ সাধু প্রমুখ।
তালায় উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী পালিত
তালায় উৎসবমূখর পরিবেশে শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্মদিন শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে উপজেলা শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ ও গোপালপুর সার্বজনিন শ্রী শ্রী
বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, তালা থানার ভারপ্রাপ্ত কর্র্মকর্তা মো. মেহেদী রাসেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা প্রণব ঘোষ বাবলু প্রমুখ।
বিশ্ব ভ্রাতৃত্বের আহŸানে আশাশুনিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
বিশ্ব ভ্রাতৃত্বের আহŸান জানিয়ে সকলের কল্যাণ কামনা, শোষণ মুুক্ত সমাজ ও সুুখী সমৃদ্ধশালী দেশ গড়ার প্রত্যয়ে আশাশুনিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় আশাশুনি পূজা উদযাপন পরিষদের আয়োজনে আশাশুনি রাসমন্দিরে জন্মাষ্টমীর পূজা শেষে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে এক আলোচনা সভা হয়। সভায় পূজা উদযাপন
এসময় প্রধান অতিথি হিসেবে মোবাইল ফোনে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক।
পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ বৈদ্য ও সাংবাদিক অসীম বরন চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্র্তা মিজাবে রহমত (ভারপ্রাপ্ত), আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ, আশাশুনি সেবাশ্রমের অধ্যক্ষ সোমানন্দজী, অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, ইউপি চেয়ারম্যান স,ম সেলিম রেজা মিলন, আবু হেনা সাকিল, আলমগীর আলম লিটন, দিপঙ্কর সরকার, আব্দুল আলিম মোল্যা, জেলা পরিষদ সদস্য মহিতুর রহমান, আওয়ামলীগ নেতা রফিকুল ইসলাম। ধর্মীয় বিষয়ে আলোচনা রাখেন বিল্বমঙ্গল দেবনাথ।
সভা শেষে মন্দির চত্বর থেকে বিশ্বশান্তি কামনায় একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
দেবহাটায় শ্রী
দেবহাটায় শ্রীকৃষ্ণের ৫২৪৪তম আবির্ভাব তিথি উদযাপন উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ আগস্ট) সকাল ১১টায় পাটবাড়ি মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী গোকুলানন্দ পাঠবাড়ি মন্দিরে গিয়ে শেষ হয়।
সভায় পাঠবাড়ি মন্দির কমিটির সভাপতি ডা. দেবপ্রসাদ মÐলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি ডা. সরজিৎ কুমার পাল, সাধারণ সম্পাদক ও মন্দিরের আশ্রম সেবায়িত স্বপন গোস্বামী, তপন গোস্বামী, রতন গোস্বামী, সাংগঠনিক সম্পাদক কার্তিক চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক শিক্ষক গৌর চন্দ্র পাল, সঞ্জয় গোস্বামী, লক্ষী কান্ত দত্ত, গোবিন্দ বিশ^াস, প্রভাষক রঞ্জন মন্ডল, ডাঃ গৌরাঙ্গ মোহন ঘোষ, স্বপন কুমার দে প্রমুখ।
পরে পাঠবাড়ি মন্দির কমিটি মন্দির প্রাঙ্গনে গীতাপাঠ, শিশুদের ধর্মীয় জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে।
কালিগঞ্জে জন্মাষ্টমী উৎসব
কালিগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মহাবতার ভগবান শ্রী শ্রী শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় কৃষ্ণভক্তদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উত্তর কালিগঞ্জ কালীতলা মন্দির থেকে বের হয়ে ফুলতলা মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান।
শোভাযাত্রা শেষে কালিগঞ্জ বঙ্গবন্ধু মুর্যাল সংলগ্ন স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সনৎ কুমার গাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রনজিৎ কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন, থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহ
এদিকে, তারালী ইউনিয়ন আমিয়ান গৌড়িয় রসিকানন্দ মঠের উদ্যোগে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ করা হয়েছে। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমিয়ান মঠে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার বেলা ১১টায় আদর্শ সনাতন সংঘ ‘ইচ্ছা’র উদ্যোগে নারায়ণপুর সাত হাত কালী মন্দির প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের কৃষ্ণভক্তদের অংশগ্রহণে একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে ষেশ হয়।
মৌতলার কালিকাপুরে জন্মাষ্টমী পালন
কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের কালিকাপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দির কমিটির আয়োজনে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উৎসব পালন করা হয়েছে। দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাপাঠ, প্রার্থনা, ধর্মীয় আলোচনা, প্রসাদ বিতারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়। জন্মাষ্টমী পালন উপলক্ষ্যে বেলা ১২টায় একটি বর্ণাঢ্য
বংশীপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪তম জন্মাষ্টমী উৎসব
শ্যামনগরের বংশীপুরে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৪ তম জন্মাষ্টমী উৎসব পলিত হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে বংশীপুর সরকারপাড়ায় মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সমগ্র মানক জাতিকে ভগবান শ্রীকৃষ্ণের জীবন দর্শন সত্য বাণী শ্রী মদ্ভভগবত গীতার মর্ম উপলদ্ধিসহ কৃষ্ণভজন প্রচার করতে হবে। তবে পৃথিবীতে মানব জাতির মধ্যে কৃষ্ণপ্রীতি জন্ম নিবে এবং মুক্তির পথ খুঁজে পাবে। আলোচনা শেষে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীর মহা প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন বংশীপুর সরকারপাড়া কৃষ্ণমন্দির কমিটির সদস্যবৃন্দ।
পাইকগাছায় মঙ্গল শোভাযাত্রা
পাইকগাছায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথী জন্মাষ্টমী উৎসব উপলক্ষ্যে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সকালে সরল কালী বাড়ি মঠে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পাইকগাছা-কয়রা ০৬ আসনের এমপি এ্যাডভোকেট শেখ মো. নূরুল হক।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এ্যাডভোকেট সোহরাব আলী সানা, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু, যুগোল কিশোর দে, রমেন্দ্রনাথ সরকার, এ্যাডভোকেট চিত্তরঞ্জন মÐল, দীপক মÐল, ইউপি চেয়ারম্যান রিপন মÐল, অধ্যক্ষ মিহির বরন মÐল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, কাউন্সিলর তৈয়েবুর রহমান ও কবিতা দাশ।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুরারী মোহন সরকার, হেমেশ চন্দ্র মÐল, প্রানকৃষ্ণ দাশ, সাবেক ভাইস চেয়ারম্যান-কৃষ্ণপদ মÐল, জগদীশ রায়, বাবুরাম মÐল মৃত্যুঞ্জয় সরকার, পিযুষ সাধু, সাংবাদিক বি সরকার, স্নেহেন্দু বিকাশ, কল্লোল মল্লিক, দেবব্রত রায় দেবু, পরিমল মÐল, দ্বীজেন মÐল, তিরুনাথ প্রমুখ।
এ উপলক্ষ্যে পূজাঅর্চনা, গীতাপাঠ প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর আগে পৌরসভা, হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, লস্কর, সোলাদানা, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নের হাজারো মানুষ মঙ্গল শোভা যাত্রায় যোগদান করেন।
ফিংড়ীতে শোভাযাত্রা
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শ্রী শ্রী ভগবান শ্রীকৃষ্ণের ৫ হাজার ২শ ৪৪ তম আর্বিভাব তিথি উপলক্ষ্যে একটি মঙ্গল শোভাযাত্রা হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উত্তর গাভা বাসন্তী পূজা মন্দির প্রঙ্গণের হতে শোভাযাত্রাটি ব্যাংদহা বাজারের এসে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেয় ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সামছুর রহমান, ইউপি সদস্য মহাদেব কুমার ঘোষ, মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার দাশ, ফিংড়ীর পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বাছাড়, ফিংড়ী পূজা উৎযাপন পরিষদের সাবেক সভাপতি সমীর বাছাড়, দক্ষিণ ফিংড়ী নিত্য কালি মন্দিরে সভাপতি কল্যাণ কুমার ঘোষ, দক্ষিণ ফিংড়ী শ্মশান কমিটি সাধারণ সম্পাদক প্রভাষ চন্দ্র মন্ডল, গাভা মহাশ্মশানের সভাপতি সন্তোষ কুমার দাশ, শিক্ষক সুনিল কুমার সানা, ফিংড়ী ইউনিয়ন তরুনলীগের সভাপতি আলামিন রোকন প্রমুখ।
শ্যামনগরে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালন
শ্যামনগরে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্যামনগর উপজেলা প্রেসক্লাব এর সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বরে করা হয়। সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দারের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ব্রাক্ষণ পাড়া রাধা গোবিন্দ মন্দিরে এস শেষ হয়।
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক রনজিৎ বরকন্দাজ এর সভাপতিত্বে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ সুমন, মাস্টার জয়দেব বিশ্বাস, মাস্টার রনজিৎ দেবনাথ, মাস্টার সনজীত বিশ্বাস, চেয়ারম্যান ভবতোষ মÐল, কিরণ শঙ্কর চ্যাটার্জী সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার কৃষ্ণ ভক্তবৃন্দ।
এদিকে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস এর
ডুমুরিয়ায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
ডুমুরিয়ায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের ৫৩৪৪তম জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে রবিবার (২ সেপ্টেম্বর) সকালে গুটুদিয়া মঠ ও মন্দিরের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় মঠ মন্দিরের সভাপতি প্রভাত মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, গুটুদিয়া ইউপি চেয়ারম্যান মোস্তফা সারোয়ার। এসময় মঠ মন্দিরের সাধারণ সম্পাদক সুব্রত কুমার ফৌজদারের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অ্যাড. অশোক কুমার সিংহ, প্রভাষক নারায়ন মন্ডল, রঞ্জন তরফদার, বিরাজ কন্তি মল্লিক, প্রধান শিক্ষক শংকর কুমার রায়, ইউপি মেম্বার বায়েজিদ হালদার, সরদার মাসুদ রানা, প্রভাস বর্ধন, ফটিক সাহা, জয় সাহা, টুটুল কুন্ডু, শান্ত পাল, পলাশ ঘোষ প্রমুখ।
কেশবপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জন্মাষ্টমী পালিত
কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের ৫৩৪৪তম জন্মদিন শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে কেশবপুর পূজা উদযাপন পরিষদের আয়োজনে কেন্দ্রীয় কালী মন্দির হতে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং কেশবপুর পাইলট স্কুল এন্ড কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক আব্দুল আওয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মঈনুল হক। পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সম্পাদক গৌতম রায়ের পরিচালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার নাসের, জেলা পরিষদের সদস্য হাসান সাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমান, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন, ওসি (তদন্ত) শাহাজাহান আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান শামছুদ্দিন দফাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকুমার সাহা, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, সদস্য পলাশ মলি¬ক প্রমুখ।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জন্মাষ্টমী পালিত
সাতক্ষীরা জেলা আাইনজীবী সমিতির উদ্যোগে ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে জন্মাষ্টমী পালিত হয়েছে।
রোববার (২ সেপ্টেম্বর) রাত ৮টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী ভবনে এটি পালন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে ও জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ
বক্তারা বলেন, মর্তে যখন নৈরাজ্য সৃষ্টি হয় তখন ভগবান যুগে যুগে দুষ্টের দমন ও সৃষ্টের পালনের জন্য ধরাধামে অবতীর্ণ হন। দ্বাপর যুগে কংস বধ করে
চুকনগরে রায়পাড়া, জেলেপাড়া ও তাঁতীপাড়ার উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা
চুকনগরে সনাতন হিন্দু স¤প্রদায়ের আরাধ্য শ্রী কৃষ্ণের জন্মদিন জন্মাষ্টামী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে।
রবিবার (২ সেপ্টেম্বর) বেলা ১০টায় চুকনগর রায়পাড়া, জেলেপাড়া ও তাঁতীপাড়ার উদ্যোগে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা স্বপন দেব, চুকনগর দিব্যপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য ডা. গৌতম রায়, মহাদেব পাল, শচীন্দ্রনাথ বিশ্বাস, অশোক দে, মিলন নন্দী, দীপ্তমান রায় বাপ্পী, সাধন বিশ্বাস, তপন দেব, সহাদেব দত্ত, উত্তম রায়, দিবস রায়, অনুপ রায়, শ্যামল বিশ্বাস, রনজিৎ দেব, দেবাশীষ দেব, রতন ঘোষ, ত্রিনাথ রায় প্রমুখ।