বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) জালালপুর ইউনিয়ন শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকাল ৪টায় জালালপুর ইউনিয়নের জেঠুয়া বাজারস্থ জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাকিরুল ইসলামের সভাপতিত্বে ও মো. সুজন মোড়লের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনে (তালা- কলারোয়া) জাসদ মনোনীত ও ১৪ দলীয় মনোনয়ন প্রত্যাশী, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক ও সাতক্ষীরা জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক মোল্লা আব্দুর রাজ্জাক, সরুলিয়া ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক আবু মুছা, তালা উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি এসএম আব্দুল আলিম, সাধারণ সম্পাদক এসএম শামীম, শেখ রোমান হোসেন, শেখ আসাদুল ইসলাম প্রমুখ।
ছাত্র সমাবেশে জালালপুর ইউনিয়নের বিপুল সংখ্যক কর্মীর উপস্থিতিতে সাইফুল্লাহ মোড়লকে সভাপতি, আব্দুল কাদের শেখ সাধারণ সম্পাদক ও শেখ আশরাফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জালালপুর ইউনিয়ন শাখার কমিটি গঠিত হয়। শিক্ষা, শান্তি, প্রগতিকে মূল মন্ত্র এবং এক দেশ এক শিক্ষা ব্যবস্থা চালু, ডাকসুসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসূচিতে সাম্প্রদায়িকীকরণ বন্ধের আহ্বান জানিয়ে দেশের সকল সচেতন ছাত্রসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)