Site icon suprovatsatkhira.com

জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে আলোচনা

ডেস্ক রিপোর্ট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ-২০১৮ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাতক্ষীরা অফিসে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
পরে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আব্দুল হান্নান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন সাতক্ষীরার সহকারী প্রকৌশলী মো. মন্জুরুল কবীর, উপ-সহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, রাজীব চন্দ্র রায়, মো. রুবেল হোসাইন, ওজোপাডিকো বিদ্যুৎ শ্রমিক লীগ (২১৩৮) এর সভাপতি বিকাশ দাস, সাধারণ সম্পাদক মো. রেজাউল ইসলাম প্রমুখ।
সভায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান পরিচালনা, দীর্ঘ মেয়াদী বকেয়া আদায়সহ গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের বিষয়ে আলোচনা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version