Site icon suprovatsatkhira.com

জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার খানপুর গ্রামে বিরোধীয় জমি নিয়ে প্রতিপক্ষের হামলায় এক যুবক মারাত্মক আহত হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে এই হামলার ঘটনা ঘটে। আহত যুবক ওই গ্রামের ওজিহার রহমান নুনুর ছেলে তজিবুর রহমান।
তজিবরের পিতা অজিহার রহমান নুনু জানায়, বাড়ির পাশের জমিতে আমের চারা বসাতে যেয়ে প্রতিপক্ষ শরিকদার আব্দুল গফ্ফারের ছেলে আশরাফুল, আনারুল, জাহেদুল দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে তজিবুরের উপর হামলা করে। এসময় প্রতিপক্ষের গাছ কাটার দায়ের কোপে তজিবুর মারাত্মক জখম হয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকরা মাথায় ৮টি সিলাই দিয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ ঘটনায় তজিবুরের বাবা বাদী হয়ে রাতেই সাতক্ষীরা সদর থানায় প্রতিপক্ষের নামে এজাহার দায়ের করেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version