সমীর রায়: সাবেক স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ। আমি তার নির্দেশিত পথে চলে আশাশুনি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করেছি। এ উপজেলায় বড়দল, ও শোভনালী ব্রীজের কাজ শেষ হয়েছে, মানিকখালী ব্রীজের কাজ দ্রুত শেষ হবে। আশাশুনি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ, উপজেলা রক্ষা বাঁধসহ বাইপাস সড়ক নির্মাণ, প্রত্যন্ত অঞ্চল দরগাহপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র, প্রতিটি গ্রামে সুপেয় পানির ব্যবস্থা, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফায়ারসার্ভিস কেন্দ্রসহ বহু উন্নয়ন করেছি।
বর্তমান সরকারের উন্নয়ন অতীতের সব রেকর্ড ভেঙে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, প্রতিরক্ষাসহ প্রতিটি সেক্টরে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। সাতক্ষীরায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে, আমার আসনে ছাড়া দেশের ইতিহাসে একই ইউনিয়নে ম্যাটস এবং আইটি সেন্টার নেই।
বুধবার (১৯ সেপ্টেম্বর) সকালে নলতা থেকে অর্ধ শতাধিক মাইক্রো, ট্রাক, পিকআপ, প্রাইভেটকার নিয়ে রোড’শো করে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মৎস্যসেটের সামনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, এনামুল হক ছোট, দিপংকর কুমার সরকার, আব্দুল আলিম মোল্যাসহ কালিগঞ্জ, দেবহাটা ও আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিন সকাল থেকে রাত পর্যন্ত ইউপি চেয়ারম্যান দিপঙ্কর সরকারের আয়োজনে টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন মাঠ, আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান ফকিরের আয়োজনে গোয়ালডাঙ্গা বাজার, খাজরা ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ ডালিমের আয়োজনে চেউটিয়া বাজার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটনের আয়োজনে বিছট বাজার, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের আয়োজনে প্রতাপনগর বাজার, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের আয়োজনে বড়দল বাজার, তুয়াডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার মন্ডলের আয়োজনে স্কুলের সামনে এবং সর্বশেষ তেঁতুলিয়া বাজারে পৃথক পৃথক পথসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর এই সদস্য।
বক্তব্য শেষে তিনি বর্তমান সরকারের সময়ে উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন।
জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ নিরাপদ: ডা. রুহুল হক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/