কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হোসেন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ৫নং ওয়ার্ডের সদস্য গাজী ফজলুর রহমানকে (৪২) আটক করেছে পুলিশ। শনিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেনের নেতৃত্বে কৃষ্ণনগর বাজার থেকে তাকে আটক করা হয়। গাজী ফজলুর রহমান কৃষ্ণনগর ইউপির ৫নং ওয়ার্ডের সাবেক সদস্য ফজর আলী গাজীর ছেলে।
পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন ইউপি সদস্য ফজলুল রহমানের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে ফজলুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/