Site icon suprovatsatkhira.com

চেয়ারম্যান মোশাররফ হত্যা মামলার প্রধান আসামি জলিল গাইন গণপিটুনিতে নিহত

কালিগঞ্জ/কৃষ্ণনগর প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য জলিল গাইন গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে স্থানীয় হাজার হাজার মানুষ পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, শুক্রবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর মোড় থেকে জলিল গাইনকে গ্রেফতার করে মৌচাক ফাড়ির পুলিশ। সেখান থেকে তাকে কালিগঞ্জ থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে হত্যাকা-ে অংশগ্রহণের কথা স্বীকার করে ও হত্যাকা-ে ব্যবহৃত অস্ত্র কৃষ্ণনগরে লুকিয়ে রাখা হয়েছে বলে তথ্য দেয়। এই তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে থেকে গ্রামের হাজার হাজার মানুষ তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
প্রসঙ্গত, ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১টায় কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের কার্যালয়ের সামনে দাড়িয়ে মোবাইলে কথা বলার সময় কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে মুখোশধারী সন্ত্রাসীরা। এরপর থেকেই পলাতক ছিল জলিল গাইন। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে তিনজন হত্যাকা-ে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তি দেয়। একই সাথে উদ্ধার হয় হত্যাকা-ে ব্যবহৃত জলিল গাইনের মোটরসাইকেল।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version