Site icon suprovatsatkhira.com

চেয়ারম্যান মোশাররফের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনের (৫২) হত্যকাণ্ডে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় মোটরসাইকেল, মাইক্রোবাস ও ইজিবাইক নিয়ে একটি র‌্যালি কৃষ্ণনগর থেকে বের হয়ে উপজেলা সদরে এসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল প্রাঙ্গণে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় নিহত চেয়ারম্যানের বড় মেয়ে সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শেখ মোজাহার হোসেন কান্টু। মুজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডিএম সিরাজুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি ও কুশুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু, উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক অনীক মেহেদী, নিহত চেয়ারম্যানের আত্মীয় আব্দুল আজিজ গাইন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন হত্যা মামলার সকল আসামি এবং হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসি কার্যকরের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version