চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে যথাযোগ্য মর্যাদায় বিশ্বকর্মা পূজা পালিত হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী চুকনগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ পূজা অনুষ্ঠিত হয়। এ পূজা উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রভাষক প্রকাশ দে, সুমন হালদার, বিকাশ হালদার, বিকাশ রায়, গৌর দত্ত, গোপাল ভদ্র, বাদল দে, মদন কর, বিশ্বজিৎ রায়, প্রবীন ভদ্র, ছাত্রলীগ নেতা শেখ মাহাবুব আলম সোহাগ, বিপ্লব ঘোষ, আক্তারুজ্জামান সোহাগ, উজ্জ্বল প্রশান্ত, সাধন, মদন, সুমন, গৌতম, অপু প্রমুখ। এরপর চুকনগর জুয়েলার্স এর উদ্যোগে ধর্মীয় আলোচনায় বক্তব্য রাখেন সঞ্জয় হাজরা কালু, মিঠুন কর্মকার, উত্তম ভদ্র, তাপস কর্মকার, সুমন সেন, সজ্ঞয় কর্মকার, দিলিপ সরকার, রিপন কর্মকার প্রমুখ। পুরোহিত্য করেন প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র আচার্য।
8,275,195 total views, 9,624 views today