Site icon suprovatsatkhira.com

চুকনগরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

চুকনগর প্রতিনিধি: চুকনগর শহরে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে চুকনগর শহরের সীমান্ত হোটেলের আশপাশ থেকে তাদেরকে ডাকাতির সরঞ্জামাদিসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খুলনা সদর থানার গল্লামারী গ্রামের ইসহাক আলী সরদারের ছেলে ইউসুফ আলী সরদার (৩৫), পিরোজপুর উপজেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়াখালী গ্রামের সজল শেখের ছেলে মুকুল শেখ (৩৩), একই গ্রামের আব্দুল কুদ্দুস হাওলাদারের ছেলে শহিদুল ইসলাম হাওলাদার (৩০) ও মুকুল শেখের ছেলে লিটন শেখ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে চুকনগর শহরের সীমান্ত হোটেলের সামনে কয়েকজন অচেনা ব্যক্তি ঘোরাঘুরি করছিল। এ সময় তাদের চলাফেরা সন্দেহজনক হওয়ায় শহরের ব্যবসায়ীরা গোপনে চুকনগর হাইওয়ে পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে চুকনগর হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআইওমর ফারুক, এএস আই হুমায়ন কবির, এটিএসআই নাসির উদ্দিনের নেতৃত্বে ১০-১২ পুলিশ সদস্য সীমান্ত হোটেলের চতুর পাশ ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে ডাকাত দলের চার সদস্যকে আটক করে পুলিশ এবং ৩ জন সেখান থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, একটি সেলাই রেঞ্জ, দুটি প্লাস, একটি সাবল, একটি লোহার পাইপ, দুটি ডাল ও তালা ভাঙার কিছু রেঞ্জ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিল হোসেন বলেন, আটককৃত ডাকাত সদস্যদের শনিবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version