সেপ্টেম্বর ৯, ২০১৮
চুকনগরে ওয়ার্ডভিত্তিক খুচরা বিক্রেতাদের কার্ড বিতরণ
চুকনগর (খুলনা) প্রতিনিধি: চুকনগরে ওয়ার্ডভিত্তিক খুচরা সার বিক্রেতাদের কার্ড বিতরণ করা হয়েছে। রোববার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আটলিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ কার্ড বিতরণ করা হয়। আটলিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট প্রতাপ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শেখ মো. নজরুল ইসলাম। এসময়, নয়টি ওয়ার্ডের ৯জন সাব ডিলার (খুচরা বিক্রেতা) কে কার্ডগুলো বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি সদস্য এমএ সালাম, শেখ শহিদুল ইসলাম, কুলসুম বেগম পারুল, উপ সহকারী কৃষি অফিসার আশুতোষ দাস, রেজাউল ইসলাম, ইখতিয়ার রহমান, আটলিয়া ইউনিয়নের ইউরিয়া সারের ডিলার এসএম রাইসুল ইসলাম রনি, সাব ডিলার যথাক্রমে রায়হান উদ্দিন, জাহিদুল ইসলাম সোহাগ, আব্দুল কাদের মোড়ল, সুবোল মল্লিক, সুকর্ণ ঘোষ, শফিকুল ইসলাম গাজী, অশোক রায়, লিটন ঘোষ, দীন মোহাম্মদ প্রমুখ। 8,187,012 total views, 9,373 views today |
|
|
|