Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে সিরিয়াল চুরি

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ও তার আশপাশের গ্রামগুলোতে চুরির ঘটনা বেড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নের গ্রামগুলোতে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটেই যাচ্ছে কিন্তু চোর ধরতে ব্যর্থ হচ্ছে গ্রামবাসী। হাস মুরগি থেকে শুরু করে টাকা-পয়সা, সোনার গহনা এমনকি ফ্রিজে থাকা মাছ মাংসও চুরি হচ্ছে।
এলাকাবাসী জানায়, প্রায় দুই মাস ধরে চুরির ঘটনা ঘটছে কোন না কোন বাড়ীতে।
উজিরপুর বাজারের ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, দুই দিন আগে আমার দোকানের ছাদের টালি ভেঙ্গে নগদ টাকাসহ মালামাল চুরি হয়েছে।
একই বাজারের টিন ব্যবসায়ী হাসান সরদার তিনি বলেন, আমার বাড়ির গ্রিল কেটে টাকা পয়সা নিয়ে গেছে।
বালাপোতা গ্রামের খায়রুল গাজী জানান, আমরা পরিবারের সবাই যখন ঘুমাই ঠিক তখনি চোর ঢুকে আমার ৩টি মোবাইল, সোনার গহনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে আমার স্ত্রী খাইরুন্নেছা কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছে।
এছাড়া প্রতিনিয়ত চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে নানা প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version