Site icon suprovatsatkhira.com

চাম্পাফুলে চলছে দুর্গা পূজার প্রস্তুতি

বাপ্পী সরকার, চাম্পাফুল: এগিয়ে আসছে বিপদ নাশিনী দেবী দুর্গার আগমনী বার্তা। সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা।
খোঁজ নিয়ে জানা যায়, কালিগঞ্জ উপজেলার চাম্পাফুলে এ বছর ৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এজন্য ম-পে ম-পে চলছে ব্যাপক প্রস্তুতি। কারিগররা দিন রাত পরিশ্রম করে ইতোমধ্যে মাটির কাজ শেষ করেছেন। চলছে রংতুলির কাজ। দুর্গা পূজা আকর্ষণীয় করতে সনাতন সম্প্রদায়ের মধ্যে আনন্দের জোয়ার বইতে শুরু করেছে।
কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি ঠাকুর দাশ সরকার জানান, চাম্পাফুল ইউনিয়নে ৫টি ম-পে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে থালনা, কালিবাড়ী ও সাঁইহাটিতে একটি করে এবং ঘুশুড়ী দুইটি ম-পে পূজা অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version