চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা-গুচ্ছগ্রামে রোজিনা বেগম (২৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছে। সোমবার রাতে স্বামীর সাথে কথা কাঁটাকাঁটির এক পর্যায়ে সবার অজান্তে ইঁদুর মারা বিষ পান করে রোজিনা বেগম।
রোজিনার স্বামী শহিদুল ইসলাম সুপ্রভাত সাতক্ষীরাকে জানান, সোমবার রাতে সামান্য কিছু মতের অমিল হয় তার সাথে। এরপর মঙ্গলবার ভোর বেলা ঘুম থেকে ডাকলে সে সাড়া দিচ্ছিল না। তখন আমি গ্রামের ডাক্তার আনন্দ ঢালীকে বাড়িতে নিয়ে আসি।
ডা. আনন্দ ঢালী বলেন, স্যালাইন দেওয়ার কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, বিকেল ৫টায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।