ধলবাড়িয়া (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের চকপরানপুরে পিএসএফ উদ্বোধন করা হয়েছে।
রোববার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শহিদুল ইসলামের বাড়ি সংলগ্ন পুকুরে এই পিএসএফ উদ্বোধন করা হয়।
ইউএসএআইডি’র অর্থায়নে এবং নবযাত্রা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর বাস্তবায়নে নির্মিত পিএসএফ’র উদ্বোধন করেন রতনপুর ইউপি চেয়ারম্যান মো. আশরাফুল হোসেন খোকন।
পিএসএফ ব্যবস্থাপনা কমিটির সভপতি মাস্টার শওকাত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবযাত্রা প্রকল্পের এসবিসিসি কো-অর্ডিনেটর মো. শাহারিয়ার মামুন, ফিল্ড অফিস কো-অর্ডিনেটর আশীষ কুমার হালদার, ওয়াশ অফিসার মো. সেলিম উল্লাহ, স্থানীয় ইউপি সদস্য সুপেন্দ্র কুমার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন নবযাত্রা প্রকল্পের ওয়াশ অর্গানাইজার উৎপলা মন্ডল।
উল্লেখ্য পিএসএফ নির্মাণের ফলে চকপরানপুর গ্রামের শতাধিক পরিবারের সুপেয় পানির চাহিদা মেটানো সম্ভব হবে।