ঘোনা প্রতিনিধি: সদর উপজেলার ঘোনায় রেশমা খাতুন (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। সোমবার (৩ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। আত্মহননকারী গৃহবধূ সাতক্ষীরা সদরের ঘোনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসমাইল হোসেনের স্ত্রী এবং সে সদরের বাঁশদহা গ্রামের আব্দুস সবুরের মেয়ে। তিনি এক সন্তানের জননী।
এ ব্যাপারে ইউপি সদস্য আবুল বাসার বলেন, স্বামী-স্ত্রী ঝগড়া করে রেশমা খাতুন কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্থানীয় ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। পরে সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।