কলেজ প্রতিনিধি (দেবহাটা): দেবহাটায় ৪৭তম বাংলাদেশ স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়। শনিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবহাটা পাইলট হাই স্কুল মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই খেলা অনুষ্ঠিত হয়।
টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় মধ্যকার এই খেলায় টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয় ১-০ গোলের ব্যবধানে পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
এদিকে, সকালে বালিকাদের ফুটবল প্রতিযোগিতায় দেবহাটা সরকারি বি বি এম পি ইনস্টিটিউশন কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ।
এসময় সঞ্জয় কুমার সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলি, অফিসার ইনচার্জ মামুনুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, পারুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, টাউন শ্রীপুর হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদসহ উপজেলার সকল বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। খেলা পরিচালনা করেন আব্দুস সত্তার, মিজানুর রহমান ও সুজন।
গ্রীষ্মকালীন ফুটবলে টাউন শ্রীপুর ও দেবহাটা চ্যাম্পিয়ন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/