সেপ্টেম্বর ১৭, ২০১৮
গুড়পুকুরে বিশ্বকর্মা ও মনসা পূজা : মেলা শুরু ২১ সেপ্টেম্বর
ফাহাদ হোসেন: নানা আয়োজনে সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী গুড়পুকুরে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা ও মনসা পূজা। সোমবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টায় শহরের পলাশপোলের গুড়পুকুরস্থ বটবৃক্ষের নিচে সর্প দেবী মনসা ও শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। পূজায় যোগ দেন হাজার হাজার ভক্ত। এ সময় পুরোহিত্য করেন পরিতোষ চক্রবর্তী। যদিও এ বছর গুড়পুকুরের মেলা শুরু হবে ২১ সেপ্টেম্বর। 8,288,523 total views, 10,164 views today |
|
|
|