Site icon suprovatsatkhira.com

গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার দায়ে পিতা ও পুত্রের জেল

ডেস্ক রিপোর্ট: গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগে পিতা ও পুত্রকে পৃথক দুটি অভিযোগে পাঁচ বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ সাজা প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- শহরের পলাশপোল এলাকার খায়রুল ও তার পিতা সৈয়দ আলী।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে শহরের পলাশপোলস্থ জজকোর্টের সামনে চায়ের দোকান পরিচালনা করে আসছিলেন মৃত উজির আলীর ছেলে সৈয়দ আলী ও তার ছেলে খায়রুল ইসলাম। ২০১৩ সালের ৮ জানুয়ারি একই এলাকার আব্দুল ওয়াজেদের ছেলে জাহাঙ্গীর আলমের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে খায়রুল ও তার পিতা সৈয়দ আলী তাকে গরম পানি দিয়ে পুড়িয়ে হত্যা চেষ্টা করে। এঘটনায় ওই দিন সাতক্ষীরায় থানায় জাহাঙ্গীর আলম নিজে বাদী হয়ে মামলা দায়ের করেন।
এ মামলায় ৯ জনের সাক্ষ্যগ্রহণ ও নথি পর্যালোচনান্তে আসামি খায়রুল ও তার পিতা সৈয়দ আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে পৃথক ধারায় পাঁচ কছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাড. শেখ মিজানুর রহমান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version