Site icon suprovatsatkhira.com

খোরদো-কাজীরহাট সড়কের বেহাল দশা

খোরদো (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়ার খোরদো-কাজীরহাট সড়কের বেহাল দশার কারণে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। ১১ কিলোমিটার সড়কের বিভিন্ন জায়গায় পিচ উঠে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। আর এতে প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার দেয়াড়া ইউনিয়নের উলুডাঙ্গা এলাকা থেকে পাটুলিয়া, সাকদাহ, কুশোডাঙ্গা, গোয়ালচাতর হয়ে কাজীরহাট বাজার পর্যন্ত ১১ কিলোমিটার রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। পুরো রাস্তায় পিচ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ছোট-বড় যানবাহন চলাচলে বিপর্যয় সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, এসব এলাকা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ কলারোয়া উপজেলা শহরে যাতায়াত করে। কিন্তু রাস্তাটির দশা বেহাল হওয়ায় চরম ঝুঁকি নিয়ে চলতে হয় যাত্রীদের।
কাজীর হাটে যাওয়ার পথে সুপ্রভাত সাতক্ষীরার সাথে কথা হয় ইঞ্জিনভ্যানের যাত্রী মো. রহমতুল্লাহর। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের প্রতিদিন খুব কষ্ট করে কাজীরহাট যেতে হয়। রাস্তাটি দ্রæত সংস্কার হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় পথের বিভিন্ন স্থানে গর্তে পড়ে ভ্যান নষ্ট হয়ে যায়। এসময় যাত্রীরা খুবই ভোগান্তির শিকার হয়। আর বৃষ্টি হলে তো রাস্তা দিয়ে সহজে চলাচল করাই দুষ্কর হয়ে পড়ে।
এ পথে চলাচলরত যাত্রীসহ সাধারণ মানুষ সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version