কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলার খোরদো বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিংয়ে শাখা উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) এজেন্ট ব্যাংকিংয়ের শুভ উদ্বোধন করেন ইসলামী ব্যংকের ভাইস প্রেসিডেন্ট ও এজেন্ট ব্যাংকিংয়ের পরিচালক মাহবুল আলম। ইসলামী ব্যাংক কলারোয়া শাখার ব্যাবস্থাপক তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী মাহবুবর রহমান মফে, খোরদো পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই সিরাজুল ইসলাম, ইসলামী ব্যাংকের খুলনা জোনের ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আজগর আলী, মাহমুদুর রহমান মাজারুল ইসলাম, আমির হোসেন, মেম্বর রফিকুল ইসলাম মিলন, খোরদো সালেহা হক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, হাই-স্কুলের প্রধান শিক্ষক রবিউল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়ার শাখার ম্যানেজার তরিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার আ. মজিদ।