চলচ্চিত্রের অসুস্থ খল অভিনেতা ড্যানিরাজ ও টিভি অভিনেত্রী আইরিনের পাশে দাঁড়িয়েছে শিল্পী ঐক্যজোট। ড্যানিরাজ র্দীঘ দিন ধরে হার্টের মারাত্মক সমস্যায় ভুগছেন। বর্তমানে বুকে পেজমেকার বসানো হয়েছে। আর আইরিনের দুই হাত অবশ হয়ে গেছে। এই খবর পেয়ে শিল্পী ঐক্যজোটের সভাপতি জনপ্রিয় অভিনেতা ডি.এ তায়েবের নির্দেশনায় জি.এম সৈকত ওই দুই শিল্পীর বাড়িতে যান এবং সার্বিক খোজ-খবর নেওয়ার পরে তাদের উন্নত চিকিৎসার জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হবেন বলে জি.এম সৈকত জানান। সৈকত আরো বলেন, শিল্পীদের কল্যাণে শিল্পী ঐক্যজোট সারা বাংলাদেশে কাজ করছে। তাই অসহায় ও অসুস্থ এই শিল্পীদের বর্তমান অবস্থার খবর পেয়ে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। পাশাপাশি নতুন শিল্পী তৈরিতে শিল্পী ঐক্যজোট কাজ করছে। (প্রেস বিজ্ঞপ্তি)