Site icon suprovatsatkhira.com

খলিষখালীতে দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা

খায়রুল আলম সবুজ, খলিষখালী (পাটকেলঘাটা): পাটকেলঘাটার খলিষখালীতে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূঁজাকে সামনে রেখে উৎসবের আমেজ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে ২০টি পূঁজা ম-পে প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা।
আগামী ৯ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গা উৎসব শুরু হবে। ১৪ অক্টোবর মহা পঞ্চমী, ১৫ অক্টোবর ষষ্ঠী, ১৬ অক্টোরর সপ্তমী, ১৭ অক্টোবর অষ্টমী, ১৮ অক্টোবর নবমী ও ১৯ অক্টোবর বিজয়া দশমীর মধ্যদিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূঁজার পরিসমাপ্তি ঘটবে। আর এ উপলক্ষ্যে খলিষখালীতে ২০টি পূঁজা ম-পে ব্যস্ত সময় পার করছে মৃৎ শিল্পীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কারিগররা এসেছে মূর্তি তৈরীর কাজে। খলিষখালী, দলুয়া, চোমরখালী, গোয়ালপোতা, কাদিকাটি, গাছাসহ কয়েকটি গ্রামের পূজা ম-প ঘুরে দেখা গেছে, দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিমা তৈরির কাজ। কোথাও কোথাও কাজ শেষ পর্যায়ে, দেওয়া হচ্ছে রঙের প্রলেপ। অনিন্দ্য সুন্দর রূপ দিতে সকাল থেকে রাতভর কাজ করছেন কারিগররা। অধিকাংশ জায়গায় ইতোমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ প্রায় শেষ হয়েছে। এরপর শুরু হবে রং ও সাজসজ্জার কাজ। এরই মধ্যে চলছে শারদীয় উৎসবের আমেজ।
খলিষখালী পূঁজা উদযাপন পরিষদের সভাপতি কমল কুমার দাশ জানান, এবছর পাটকেলঘাটা থানার খলিষখালী ইউনিয়নে মোট ২০টি পূঁজা ম-পে দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।
খলিষখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান জানান, আসন্ন দুর্গাপূঁজায় খলিষখালীতে সকল প্রকার নিরাপত্তার ব্যবস্থা করা হবে। পুলিশ সদস্যরা পূঁজা চলাকালীন দর্শনাথীদের নিরাপত্তার জন্য সব সময় নজরদারী রাখবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version