মারিয়া আফরিন পায়েল, ডুমুরিয়া: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চার গুরুত্ব অপরিসীম। বর্তমান বিশ্ব অঙ্গনে দেশের পরিচিতি ক্রীড়াবিদদের ওপর অনেকখানি নির্ভরশীল। ক্রীড়াবিদরাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারে। আজকের শিশুদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশের অন্যতম মাধ্যম খেলাধূলা।’
শনিবার (১ সেপ্টেম্বর) ডুমুরিয়া যুব সংঘের মাঠে ৪৭তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাহনাজ বেগমের সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সট্রাক্টর অফিসার মো. মনির হোসেন, সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার দন্দন জয় মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম আহবায়ক আবু সালেম, ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির বুলু প্রমুখ।
ক্রীড়াবিদরাই আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে আনতে পারে: প্রাণিসম্পদ মন্ত্রী
https://www.facebook.com/dailysuprovatsatkhira/