Site icon suprovatsatkhira.com

কোস্টগার্ডের নৌকার মাঝির বিরুদ্ধে বনদস্যুদের কাছে তথ্য সরবরাহের অভিযোগ, সাংবাদিক লাঞ্ছিত!

রমজাননগর প্রতিনিধি: কোস্টগার্ডের নৌকার মাঝির বিরুদ্ধে খবর প্রকাশের জের ধরে শ্যামনগরের রমজাননগরের সাংবাদিক লিংকনকে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১টায় কোস্ট গার্ডের সিসি ও গোয়েন্দা অফিসার রমজাননগর রিপোটার্স ক্লাব থেকে সাতনদীর সাংবাদিক লিংকনকে তুলে নিয়ে গিয়ে কৈখালীস্থ কোস্টগার্ড স্টেশনের একটি কক্ষে আটকে শারীরিকভাবে নির্যাতন করেন।
জানা যায়, কোস্টগার্ড স্টেশনের নৌকার মাঝির বিরুদ্ধে পশ্চিম সুন্দরবনের বনদস্যুদের কাছে তথ্য সরবরাহ করার অভিযোগ সম্পর্কিত একটি সংবাদ প্রকাশিত হওয়ার জের ধরে সাংবাদিক জিএম আব্রাহাম লিংককে বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে কৈখালী কোস্টগার্ডের সিসি মোবাইল ফোনযোগে ডাকেন। লিংকন সাতক্ষীরায় থাকায় দুপুর ১টায় রমজাননগর রিপোর্টার্স ক্লাবে উপস্থিত হন। এসময় কোস্টগার্ডের সিসি ও গোয়েন্দা অফিসার লিংকনকে রিপোর্টার্স ক্লাব থেকে জোর পূর্বক কৈখালী কোস্ট গার্ড স্টেশনে নিয়ে যায়। এ সময় তাকে প্রকাশিত সংবাদের প্রমাণ দিতে বলে। উপর্যুক্ত প্রমাণ দেখালেও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে অস্ত্র দিয়ে ডাকাতি মামলায় জেল হাজতে পাঠানোর হুমকি দেন তিনি। এছাড়া তিনটি কাগজে অস্ত্রের ভয় দেখিয়ে স্বাক্ষর করিয়ে নেন তিনি। এ খবর পেয়ে অন্যান্যরা সাংবাদিকরা কোস্ট গার্ড অফিসে হাজির হন। এ সময় কোস্ট গার্ড বিষয়টি ধামাচাপা দিয়ে সাংবাদিকদের সামনে লিংকনসহ সকল সাংবাদিকের আপ্যায়ন করেন।
এ ব্যাপারে কৈখালী কোস্টগার্ডের পেটি অফিসার আমির হোসেন ঘটনাটি সম্পূর্ণ অস্বীকার করে বলেন, আমি সাংবাদিক লিংকনকে চায়ের দাওয়াত দিয়েছিলাম। তাকে লাঞ্ছিত করা হয়নি।
এদিকে, এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কোস্ট গার্ড কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version