ডেস্ক রিপোর্ট: কোস্টগার্ডের পৃথক অভিযানে বনদস্যু শরীফ বাহিনীর এক সদস্য ও দুই মাদক ব্যবসায়ী আটক হয়েছে। এ সময় ৭০ বোতল মদ, ৪০ বোতল ফেনসিডিল, ১২ কেজি জিরা ও ২৪টি সাবান এবং তিনটি গুলি উদ্ধার হয়।
কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা আবদুলাহ আল মাহমুদ জানান, বুধবার দিবাগত রাত ২টার দিকে খুলনার কয়রা থানাধীন আংটিহারা এলাকায় অভিযান চালিয়ে ২ জন মাদক ব্যবসায়ীকে ৭০ বোতল মদ, ৪০ বোতল ফেনসিডিল, ১২ কেজি জিরা ও ২৪টি সাবানসহ আটক করা হয় ।
অপরদিকে, বুধবার দিবাগত রাত ১টার দিকে দাকোপ থানার সুতারখালী এলাকায় বনদস্যু শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি গুলিসহ মাহবুবুর রহমান ডালি (৪২) নামে এক বনদুস্যকে আটক করা হয়। আটককৃতদের স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়েছে।