দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কোমপুরের বিএনপি নেতা বাচ্চু ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কোমরপুর বাজার এলাকা থেকে দেবহাটা থানার এএসআই আবুল কালাম ও আলাউদ্দীন তাকে গ্রেফতার করেন। তিনি পারুলিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও কোমরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শুক্রবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
দেবহাটা থানার ওসি সৈয়দ মান্নান আলী জানান, নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা নং-৪।