ডেস্ক রিপোর্ট: শ্যামনগরের কৈখালী ইউপি চেয়ারম্যান একাধিক মামলার আসামি জামায়াত নেতা শেখ আব্দুর রহিমকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে সাতক্ষীরা শহরের কদমতলায় ঢাকাগামী কে-লাইন পরিবহন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহিম শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের জয়াখালী গ্রামের শেখ আবু দাউদের ছেলে। তিনি কৈখালী ইউনিয়নের জামায়াতের উপদেষ্টা।
সাতক্ষীরা ডিবি পুলিশের ওসি আলী আহমদ হাসেমী তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।